কিছু কথাঃ
প্রিয় শিক্ষার্থী,
প্রতি বছর হাজার হাজার ডিপ্লোমা বা শর্ট কোর্স ধারি ছাত্র ছাত্রি পাশ করে বের হচ্ছে এবং হাজার হাজার ডেন্টাল ক্লিনিক/ প্রাথমিক চিকিৎসালয়/ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি তৈরী হচ্ছে। অথচো সু শিক্ষার গুরুত্ব অপরিসিম। এদের মধ্যে কিছু কিছুি শিক্ষার্থী আছেন খুবই দূর্বল। তাদের মধ্যে প্রাক্টিসের অভাব রায়েছে। সর্বদাই প্রথম দিকে দূর্বলতা কাজ করে। আমি পারবো কি পারবোনা। মেডিকেল সাইন্স যতটা সোজা মনেহয় আসলে ততটা সোজা নয়। একটু ভুলের কারনে অনেক সময় রুগীর জঠিল সমস্যা হতে পারে। অনেকে পাশকরে বের হয় ঠিক, কিন্তু সর্বদা তাদের মনে একটা দূর্বলতা কাজ করে। অনেকে আবার পাশ করে বিভিন্ন ক্লিনিকে কাজ শেখে। কিন্ত আনেকেই তাকে মনথেকে সমূর্ন শেখায়না। তাদের টাকা দিলেও তারা শিখাতে চায়না। কিছু গোমর আছে সেটা ফাস করেতে যায়না। আমার এই লেখাতে সকল গোমর ফাঁস করে দিয়েছি। আমার এই লেখা একান্ত দূর্বল ছাত্র ছাত্রিদের জন্য। ইংরেজিকে বাংলায় করে দিয়েছি। যাতে বুঝতে সুবিধা হয়। অনেক ইংরেজিতে দূর্বল, ক্লাসে অনক কিছু না বুঝেও মাথানেরে লজ্জায় বলে, বুঝতে পেরেছি। আসলে সে বুঝতে পারেনি। সে সকল ছাত্র ছাত্রি দের জন্য আমার এই লেখা। বিভিন্ন বই থেখে সংগ্রহ করে বাংলায় লিকেছি। যাতে আপনাদের কিছু বুঝাতে পারি। আমি যে বেশি কিছু পারি তা কিন্তু নয়। আমি যতটু পারি আপনাদের শেখানোর চেষ্টা করছি। শেখার শেষ নেই। আমার লেখা যদি কারো ভালোলাগে, যদি কাউকে কিছু শেখাতে পারি সেটাই আমার সার্থকতা।
আমার লেকায় বা টাইপিংয়ে ভুল থাকতে পারে। যদি কোথাও ভুল থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন।
আর আমার ইউটুব চ্যানেল (Deba dental) আছে। সেখানে ও আমি ভিডিও বানিয়ে আপনাদের শেখানোর চেস্টা করছি চাইলে দেখে আসতে পারেন।
বিঃদ্রঃ আমার এই লেখা পি.ডি.এফ আকারে ও পাবেন। চাইলে বই টি ডাউনলোড দিয়ে নিতে পারেন।
ধন্যবাদান্তে
দেবাশ্বিস বিশ্বাস
Some words:
dear Students.
Every year thousands of students are coming out with diploma or short courses and thousands of dental clinics/First aid/ diagnostic centers etc are being set up. But the importance of good education is immense. Some of these students are very weak. Lack of practice among them. Weakness always works first. I can or can not? Medical science is not as simple as it seems. Sometimes a small mistake can lead to serious problems for the patient. Many do well in exams but are always weak at work. Many pass again and learn to work in different clinics. But many do not learn by heart. Even if we give them money, they don't want to learn. There are some tricks that they don't disclose. I have revealed everything in this article. My writing is only for weak students. I made English into Bengali. So let me explain something to you. Not that I can do much. I am trying to teach you as much as I can. There is no end to learning. If someone likes my writing, if I can teach someone something, that is my success.
There may be mistakes in my writing or typing. If there are any mistakes write in the comments.
And I have a YouTube channel (Deba Dental). I am also trying to teach you by making videos there, you can come and watch if you want.
Note: You will get this book in PDF format. You can download the book if you want.
thank youDevashis Biswas.
medium of communicationGmail: debadent@gmail.com
Facebook: deba dental care
Yoytube: deba dental
Facebook page: deba dental
0 মন্তব্যসমূহ