Deba dental

ডেন্টাল এনাটমী

সুচিপত্রঃ

1) Dental Anatomy  (ডেন্টাল এনাটমি)

2) MIandible (নীচের চোয়াল) 

3) Maxilla (ম্যাক্সিলা) 

4) Face (ফেস) -মুখমন্ডল।

 5) Oral Cavity (ওরাল ক্যাভিটি) -মুখ গহবর।

6) Tongue (টাং) জিহ্বা। 

7) Gum/Gingiva (গাম/জিনজিবা) মাড়ি ।

8) Salivary gland (স্যালাইভারী গ্রান্ড) লালা গ্রন্থি।

9) Artery of Head (আরটারি অফ হেড) মাথার শিরা

10) Nerve of Head (মাথার স্নায়ু ) 

11) Trigeminal nerve (ট্রাইজেমিনল না) 

12) Facial nerve (ফেসিয়াল নার্ভ) 

13) Brain (ব্রেন) মস্তিস্ক )

 14) Teeth (টিথ) দাঁত। 

1) Dental Anatomy   

ডেন্টাল এনাটমী


ডেন্টাল এনাটমীঃ যে শাস্ত্র পাট করলে মুখ ও দাঁতের গঠন সম্পর্খে জানা ও বুঝা যায় তাকে ডেন্টাল এনাটমী বলে।

Head and neck

২ টা অংশঃ

1) Hard part ( শক্ত অংশ) -Osteology (অষ্টিও লজি) - হাত সম্পর্কিত আলােচনা

2) Soft part (নরম অংশ) - হাড় ছাড়া অন্য সব বিষয়ে আলােচনা।

Osteology: Bones of skulf ( মাথার খুলি) মাথার খুলিতে মােট ২২ টি হাড় আছে।

A) Pair (পেয়ার) জোরা / ২টি করে ৮ জোড়া ।

1) Parietal (প্যারাইটাল)

2) Temporal (টেমপােরাল)

3) Maxilla (ম্যাক্সিলা) প্রধান হাড়।

4) Zygomatic (জাইগােম্যাটিক)।

5) Nasal (ন্যাসাল)

6) Lacrimal (ল্যাকরিম্যাল)।

7) Palatine (প্যালাটনি)

৪) Inferior nasal concha (ইনফেরিওর ন্যাসাল কংকা)

B. Unpair ( আনপেয়ার) -১টা নরে-৬ টা। 

1) Frontal (ফ্রন্টাল)।

2) Occipital (অক্সিপিটাল)

3) Sphenoid ( স্পেনয়েড)।

4) Ethmoid ( ইথময়েড)

5) Mandible ম্যানডিবল) - প্রধান হাড়। 

6) Vomer ( ভােমার)।

* মাথার খুলির মধ্যে মস্তিস্ক ও চক্ষু থাকে।

 

2) MIandible (নীচের চোয়াল)

ম্যানডিবল এর ২টি অংশঃ

1) Body (বডি)

2) Ramus ( রেমাস): Condylar Process (কনডাইলার প্রােসেস) Coronoid Process

(করোনয়েড প্রোসেস)

 

ম্যানডিবলের বিভিন্ন প্রয়জনীয় অংশ নিয়ে আলোচনা করা হল ।

১) কনডাইলার প্রসেস দিয়ে টেমপ্রো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরী হয়।

২) ম্যানডিবুলার নেক দিয়ে মেসেটিক নার্ভ ও ভ্যাসেল থাকে। 

৩) ম্যানডিবুলার নেক এ আরিকুলােটেমপোরাল নার্ভ থাকে । 

৪) র‌্যামাস এর মিডিয়াল ( ভীতরের) দিকে লিংওয়াল নার্ভ থাকে । 

৫) মাইলােহাই ওয়েভ গ্লান্ড এ মাইলােহাই ওয়েড নার্ভ ও ভ্যাসেল থাকে । 

৬) ম্যানডিবুল এর উপরের বর্ডারে যে ছােট ছােট গর্ত থাকে তাকে সকেট বলে। সকেটের মধ্যে দাঁত থাকে।

৭) ম্যানভিরুলার ফোরামেন এর আশেপাশে ইনফিরিয়ার অ্যালভিওলার নার্ভ থাকে। 

৮) মেনটাল ফোরামেন (ছিদ্র) দিয়ে মেনটাল নার্ভ ও ভেসেল থাকে। 

* মুখের উপরের চোয়াল স্থির থাকে এবং ম্যানডিবল নড়াচড়া করে।

 

3) Maxilla (ম্যাক্সিলা)

এর বিভিন্ন অংশ ?

১) ম্যাক্সিলাতে ৩টি প্রােসেস থাকে।

1) ফ্রনটাল প্রোসেস।

2) জাইগোম্যাটিক প্রোসেস। 

3) অ্যানডিওলা প্রোসেস উপরের দাঁতের জন্য প্রোসেস থাকে।

২) ইনফ্রা অরবিটাল ম্যানরাসেন - অরবিটাল বর্ডারের নীচে।

ইহার মধ্য দিয়ে ইলফ্রা অরবিট নার্ভ ও ভ্যাসেল যায়।  

৩) ম্যাক্সিলার টিউবারসিট এটার মধ্যে উপরের ৮নং দাঁত থাকে। উপরের দাঁত তোলার সময় এটা ভেঙ্গে যেতে পারে।

4) Face (ফেস) -মুখমন্ডল

 

মুখের গুরুত্ব পূর্ণ অংশ নিম্নে আলােচনা করা হলঃ

১) ফেসিয়াল মাসেল (মুখের মাংসে) - কথা বলার সময় মুখের যাবতীয় কর্ম সম্পাদন করে। 

২) ফেসিয়াল আর্টারী- ইহা মুখের মাংশে সাপ্লাই দেয় । 

৩) ফেসিয়াল নার্ভ ইহা মুখের মাংশে সাপ্লাই দেয় । ইহা প্যারালাইসিস হলে মুখ বাঁকা হয়ে যায়। 

৪) ট্রাইজেমিনাল নার্ভ- ইহা মুখের সেনসরী সাপ্লাই দেয় ।

 

5) Oral Cavity (ওরাল ক্যাভিটি) -মুখ গহবর।

মুখ গহবরের বিভিন্ন অংশ নিম্নে দেওয়া হলঃ

১) ঠোট - বাইরে ২ট থাকে।

২) দাঁত। 

৩) জিনজিভা - মাড়িতে হয় ।

8) জিহ্বা- মেঝেতে থাকে। 

৫) ফ্যাংরিস।

৬) টনসিল - দুই পাশে পিছনে।

৭) লালা । 

৮) প্যালেট তালু দুই রকম ।

1) হার্ড প্যালেট- শক্ত।

2) সফট প্যালেট -নম ।

 

6) Tongue (টাং) জিহ্বা

কাজঃ

১) কথা বলতে সাহায্য করে।

২) খাদ্য দ্রব্য চিবাতে সাহায্য করা।

৩) খাদ্য দ্রব্যের স্বাদ নিতে সাহায্য করে - টেষ্ট বাড এর মাধ্যমে স্বাদ নেয় ।

 

7) Gum/Gingiva (গাম/জিনজিবা) মাড়ি

এর ২ টি অংশঃ

১) ফ্রি পার্ট- ইহা দাঁতের গলাকে ঢেকে রাখে। 

২) এটাসড পার্ট - ইহা চোয়ালের সাথে শক্ত ভাবে আটকে থাকে।

 

8) Salivary gland (স্যালাইভারী গ্রান্ড) লালা গ্রন্থি


মুখের মধ্যকার লালা মুলত ৩ জোড়া লালাগ্রন্থি থেকে আসে।

যেমনঃ

১) প্যারােটিড গ্রন্থি ২টা থাকে । ইহা কানের সামনে ও নীচের কোনায় থাকে  । এর একটি ডাক্ট বা নালী আছে। ঐ ডাক্ট মুখের মধ্যে উপরের ৭ নং দাঁত (আপার 2nd মােলার) এর বিপরীতে ওপেন হয়। 

২) সাবম্যান্ডিবুলার গ্রন্থি ম্যান্ডিবুলারের বডির ভিতরের দিকে অবস্থান করে।

৩) সাব লিংগুয়াল গ্রন্থি- সামনের দিকের নীচেয় অবস্থান করে।

লালার কাজ। 

১) কথা বলতে সাহায্য করে।

২) মুখ পরিষ্কার রাখে।

৩) খাদ্য দ্রব্য পিচ্ছিল করতে সাহায্য করে।

৪) জিহ্বাকে ভেজা রেখে স্বাদ নিতে সাহায্য করে।

৫) রোগ প্রোতিরোধ করে।

৬) খাবার হজমে সাহায্য করে। যেমন- টায়ালিন শর্কবা কাবার হজমে সাহায্য করে।

 

 

9) Artery of Head (আরটারি অফ হেড) মাথার শিরা

  

Common carotid asrtery (কমন ক্যারােটিড আরটারী)ঃ দুই প্রকারঃ

 

A) External carotid artery (এক্সটারনাল ক্যারােটিড আরটারী)।

১) সুপিরিয়র থাইরয়েড আরটারী - থাইরয়েড গ্রন্থিকে সাপ্লাই দেয়। 

২) লিংগুয়াল আরটারী - জিহ্বায় সাপ্লাই দেয় । 

৩) ফেসিয়াল আরটারী। - মুখ মন্ডলে সাপ্লাই দেয় । 

৪) অক্সিপিটাল অরটারী - মাথার পাসে সাপ্লাই দেয় । 

৫) পােষ্টেরিয়র আরিকুলার আরটারী - কানের পিছনে দেয়। 

৬) ফ্যারিনজিয়াল আরটারী - ফ্যারিংক্স সাপলািই দেয় চোয়ালে।

৭) ম্যাট্রিলারী আরটারী - মুখের উপরে সাপ্লাই দেয় ।

৮) টেমপােরাল আরটারী - মাথা নুই পাশে চোয়ালে সাপ্লাই দেয় । 

 

B) Internal Carotid artery (ইনটারনাল ক্যারােটিড আরটারী)। 

শাখাঃ

১) অফথেলমিক - চোখে রক্ত দেয়। 

২) অ্যানটেরিওর সেরিব্রাল - মস্তিস্কে রক্ত দেয় ।

৩) মিডিল সেরিব্রাল - মস্তিস্কে রক্ত দেয়। 

৪) পােষ্টেরিওর কমুনিকেটিং- পিছনে রক্ত দেয়। 

৫) অ্যান্টেরিওর করয়ডাল - সামনের করনয়েড অংশে রক্ত দেয়।

 

10) Nerve of Head (মাথার স্নায়ু )

২ ধরনের নার্ভ আছে ?

১) স্পাইনাল নার্ভ - মােট ৩১ জোড়া।।

১। ক্রেনিয়াল নার্ভ (Cranial carve) ইহা মাথা ও গলায় সাপ্লাই দেয়। ক্রেনিয়াল নার্ভ ব্রেন হইতে বাহির হয়। 

 

যথাঃ 

1st - Olfactory (অলফেকটরি) নাক হতে গন্ধ নিয়ে যায়।

2nd - Optic ( অপটিক ) এটি এক বা উভয় চোখকে প্রভাবিত করতে পারে। 

3nd - Oculomotor  (অকুলোমোটর) এটি চোখের পেশীগুলির নড়াচড়া, পুতুলের সংকোচন, চোখকে ফোকাস করা এবং উপরের চোখের পাতার অবস্থানকে অনুমতি দেয়। 

4th - Trochlear ( ট্রক্লিয়ার) চোখে সাপ্লাই দেয়।

5th-Trigeminal (ট্রাইজিমিনাল)মুখমন্ডলে সেনসরি সাপ্লাই দেয়। 

6thi-Abdument -(এবডুমেন্ট) - চোখে সাপ্লাই দেয় ।

7th-Facial (ফেসিয়াল) - মুখ মন্ডলের মাংশে সাপ্লাই দেয় । 

8tli-( Vestibulocochlear) ( ভেসটিবুলােককলিয়ার) - শুনতে সাহায্য করে। 

9th- Glossopharyngeal ( গ্লোসোফ্যারিনজিয়াল) - জিহ্বাতে সাই দেয় । 

10th-Vagus (ভেগাস) - জিবা, ল্যারিংস, ফেরিংস এ সাপ্লাই দেয়। 

11th-Accessory (অ্যাকসেসরি) - গলার মাংসে সাপ্লাই দেয়। 

12th- Hypoglossal (হাইপােগ্লোসাল) - জিহবার মাংসে সাপ্লাই দেয়।

 

11) Trigeminal nerve (ট্রাইজেমিনল না)

 

শাখাঃ 

1) Ophthalmic Nerve (অফহেলমিক নার্ভ) 

2) Maxillary nerve ( ম্যাক্সিলারি নার্ভ) 

a) Infra orbital (ইনফ্রা অরবিটাল)

b) Zygomaticofacial (জাইগোমেটিকোফেসিয়াল)

c) Zygomaticotemporal (জাইগােমেটিকোটেমপোরাল)। 

3) Mandibular nerve (ম্যান্ডিবুলার নার্ভ)

a) Auriculotemporal (আরিকুলোটেমপোরাল)

b) Buccal (বাক্কাল) 

c) Mental (মেন্টাল)

 

12) Facial nerve (ফেসিয়াল নার্ভ)

শাখাঃ

 তুমি যাও বারিশাল মেডিকেল কলেজ।

T= Temporal (টে পােল)। 

Z=Zygomatic- (জাইগোম্যাটিক)

B= Buccal (বাক্কাল)

M= Medial (মিডিয়াল) 

C= Cervical (সার্ভাইকেল)


 

13) Brain (ব্রেন) মস্তিস্ক )

মানবদেহের সমস্ত অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রন করে।

1) Cerebrum (সেরিব্রাম) - সবচেয়ে বড় অংশ। এর নীচের অংশকে মিড বেন বলে। 

2) Cerebellum ( সেরিবেলাম)

3) Pons (পনস)

4) Medulla oblongata (মিডুলা অবলংগাটা) এটাখুব গুরুত্ব পূর্ন। কারণ এখানে শ্বাস প্রশ্বাস ও হৃতপিন্ডের নিচে মেডুলা অবলংগাটা অবস্থিত।




14) Teeth (টিথ) দাঁত 

দাঁত মানুষের গুরুত্ব কত । 

দাতের কাজঃ

১) কথা বলতে সাহায্য করে। 

২) খাদ্য দ্রব্য চিবাতে সাহায্য করে। 

৩) মুখের গঠন মেইনটেইন করে সৌন্দর্য বৃদ্ধি করে।

৪) প্রতিরােধে সাহায্য করে।

৫) কর্তন করতে সাহায্য করে ইনসির দাঁত 

৬) ছেদন করতে সাহায্য করে কেনাইন দাঁত। 

৭) চাপিং করতে সাহায্যরে -প্রিমোলার দাঁত।

৮) চর্বন করতে সাহায্য করে মোলার দাঁত। 

প্রকার ভেদঃ

১) অস্থায়ী দাঁত/ Milk (মিল্ক) | Deciduous (ডেসিডুয়াস)- মােট ২০ টি।

২) স্থায়ী দাঁত/ Permanent ( পারমানেন্ট) - মােট ৩২ টি। 

অস্থায়ী দাতঃ (দুধ দাঁত)

শিশুর বয়স ৬ (ছয়) মাস হইতে উঠা শুরু করে এবং ২ (দুই) হইতে ২ ১/২ (আড়াই বছরের মধ্যে দাঁত

উঠা শোষ হয় । 

স্থায়ী দাঁতঃ

৬ (ছয়) বছর বয়স হইতে উঠা শুরু করে এবং ২৫-২৮ পর্যন্ত উঠতে পারে।

৮ নং দাঁত কে (Wisdom) ( উইসডেম) দাঁত বলে। সেটা ১২-২৮ বছরের যে কোন সময় উঠতে পারে।

 

 

দুধের দাঁতকে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়ঃ

EDCBA / ABCDE

EDCBA / ABCDE

দুধের দাঁতের নামঃ

 ১ টি চোয়ালের অর্ধেকে থাকে

A - Central incisor (ছেনট্রাল ইনসিসর) - ১টা।

B - Lateral incisor (ল্যাটারাল ইনসিসর) -১টা।

C - Canine (ক্যানাইন) - ১টা। 

D - 1st molar (ফাষ্ট মেলার) -১টা। 

E - 2nd Molar (সেকেন্ড মােলার) -১টা 

* দুধের দাঁতে কোন প্রিমােলার নাই । 

দুধের মােলার দাঁত (D,E) পড়ে গিয়ে স্থায়ী প্রিমোলার দাঁত (4,5)ওঠে। 

একটি চোয়ালে থাকেঃ

১) ইনসিসর - ( ২+২) - ৪ টা

২) ক্যানাইন - (১+১) - ২ টা 

৩) মোলার (২+২) - ৪টা

Total সমস্ত মুখে দুধের দাঁত ১০X২=২০ টি 

দুধের দাঁত উঠার সময়ঃ

অস্থায়ী দাতঃ নিচের চোয়ালঃ উপরের চোয়ালঃ

 ছেনট্রাল ইনসিসর ৬ মাস ৮ মাস

 ল্যাটারাল ইনসিসর ৭ মাস ৯ মাস

 ক্যানাইন ১৬ মাস ১৮ মাস

 ফাষ্ট মোলার ১২ মাস ১৪ মাস

  সেকেন্ড মোলার ২০ মাস ২০/২৪ মাস

 

 

স্থায়ী দাঁতঃ ইহাকে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা হয়।

87654321 / 12345678

87654321 / 12345678 

 

একটি চোয়ালের অর্ধেকে থাকেঃ

এখানে,1) Central incisor (ছেনন্ট্রাল ইনসিসর) - ১টা। 

2) Lateral incisor ( ল্যাটারাল ইনসিসর) ১টা।

3) Canine ( ক্যানাইন) ১টা।

4) 1st Premolar ( ফাস্ট প্রিমোলার) ১টা।

5) 2nd Premolar ( সেকেন্ড প্রিমোলার) ১টা।

6) 1st Molar (ফাস্ট মোলার) ১টা।

7) 2nd Molar ( সেকেন্ট মোলার) ১টা।

8) 3rd Molar ( থার্ড মোলার) / Wisdom (উইসডোম) দাঁত ১ টা।

 

একটি চোয়ালে মোট দাঁতঃ

 

1) ইনসিসর - (2+2) = 4 টা।

2) ক্যানাইন -(1+1) = 2টা । 

3) প্রিমােলার - (2+2) = 4টা। 

4) মােলার - (3+3) = 6 টা।।

মােট = 16 টি।

 সমস্ত মুখে দাঁত ১৬x২ = ৩২ টি।

 

* নির্দিষ্ট একটা দাঁত বােঝাতে এখানে উপরের নিম্নলিখিত ভাবে লিখতে হয়। যেমন ৬ বামের ৬ নং

কে বােঝানাে হয়েছে। 

 

স্থায়ী দাঁত উঠার বয়সঃ

স্থায়ী দাঁত নিচের চোয়াল উপরের চোয়াল 

ছেনট্রাল ইনসিসর ৬-৭ বছর ৭-৮ বছর 

ল্যাটারাল ইনসিসর ৭-৮ বছর ৮-৯ বছর  

ক্যানাইন ৯-১০ বছর ১১-১২ বছর  

ফাস্ট প্রিমোলার ১০-১২ বছর ১০-১১ বছর  

সেকেন্ট প্রিমোলার ১১-১২ বছর ১০-১২ বছর  

ফাস্ট মোলার ৬-৭ বছর ৬-৭ বছর 

সেকেন্ট মোলার ১১-১৩ বছর ১২-১৩ বছর  

থার্ড মোলার / আক্কেল দাঁত ১৫-২৮ বছর ১৫-২৮ বছর    

     

* রুট ফরমেশন বা দাঁতের শিকর গজানাে শেষ হয় দাঁত উঠার ২-৩ বছর পর । 

* স্থায়ী দাঁত উঠার বয়স হলে অস্থায়ী দাঁতকে ধাক্কা দেয় ফলে দাঁত নড়ে যায়। তখন দুধের দাঁত ফেলতে হয়। অথবা না নড়লেও নিদিষ্ট বয়সে দুধের দাঁত ফেলে দিতে হয়।

* দুধের দাঁতের রুট রিসরভ (ক্ষয়) হয়ে যায়। |

 

দাঁতের কিছু বৈশিষ্ট্যঃ

1) উপদের দাঁত নীচের দাঁতাকে ওভারলেপ করে থাকে ঢেকে রাখে। 

2) উপরের দাঁত গুলাে নীচের থেকে একটু বড় । 

3) ক্যানাইন দাঁত সবচাইতে শক্ত দাঁত, কারণ ইহার করুট সবচেয়ে বড়।

4) মোলারের দাঁত সব চেয়ে মােটা।

 

নাম করনঃ 

1) Cuspid (কাসপিড) দাঁত - ক্যানাইন দাঁত -১টা Cusp কাসপ থাকে।

2) Bi cuspid (বাইকাসপিড) দাঁত -প্রিমােলার -২ টা কাসপ থাকে। 

3) Multi cuspid ( মাল্টিকাসপিড) দাঁত - মােলার -৩ থেকে ৫ টি কাসপ থাকে।

বিবিধঃ 1) Supernumery Teeth (সুপারনিউমারী দাঁত)- অতিরিক্ত দাঁত |- সংখ্যার চেয়ে বেশী।

2) Impacted (ইমপ্যাকটে ) দাঁত - হাড়ের মধ্যে বাঁকা অবস্থায়/ অর্ধেক উঠা অবস্থায় বাকা দাঁত।

3) মৃত্যুর পর দাঁত ফরেনসিক কাজে ব্যবহৃত হয়। 

 

অস্থায়ী ও স্থায়ী দাঁতের মধ্যে পার্থক্যঃ

অস্থায়ী। স্থায়ী 

১) বেশী সাদা। ১) একটু ঘােলাটে ।

২) তুলনামুলক ছােট ২) তুলনামুলক বড়। 

৩) কাস্প গুলাে (Pointcal) পয়েনটেড (চোখা) ৩) কাস্প গুলাে (Blunt) ব্লান্ট/ ভোতা। 

 

স্থায়ী দাঁঁতের রুট ও ক্যানালের সংখ্যাঃ

উপরের চোয়াল রুট ক্যানাল 

১) ছেন্ট্রাল ইনসিসর ১টা ১টা

২) ল্যাটারাল ইনসিসর ১টা ১টা

৩) ক্যানাইন  ১টা ১টা

৪) ফাষ্ট প্রিমােলার ১টা ২টা (ব্যতিক্রম)

1.BuCcal (বাক্কাল)

2. Palatal (প্যালাটাল)

৫) সেকেন্ড প্রিমােলার ১টা ১টা

৬) থার্ড মােলার ৩টা ৩টা

1) Mesto buccal (মিজিও বাক্কাল) ১) মিজি ও বাক্কাল

2) Disto buccal (ডিসটোবাকাল) ২) ডিসটো বাক্কাল 

3) Pauliata (পালাটাল) ৩) প্যালাটাল 

 

৭) সেকেন্ড মােলার ৩টা ৩টা

1) মিজিও বাক্কাল ১) মিজিও বাক্কাল 

2) ডিসটো বাক্কাল ২) ডিসটো বাক্কাল

3) প্যালাটাল। ৩) প্যালাটাল 

 

৮) থার্ডমােলার আক্কেল দাঁত। ১-৪টা পর্য ১-৪ টা (রুট অনুযায়ী) 

নীচের চোয়াল রুট ক্যানেল

১) ছেন্ট্রাল ইনসিসর ১টা ১টা

২) ল্যাটারাল ইনসিসর ১টা ১টা

৩) ক্যানাইন  ১টা ১টা

৪) ফাষ্ট প্রিমােলার ১টা ১টা

৫) সেকেন্ড প্রিমােলার ১টা ১টা

৬) ফাষ্ট মােলার ২টা ৩টা

1) Mesia (মিজিয়াল) ১) মিজিও বাক্কাল মিজিয়া রুটে।

2) Distai (ডিসটাল)। ২) যিজিও লিংগুয়াল- মিজিয়াল রুটে।

৩) ডিসটাল-ডিসটাল রুটে। 

 

৭) সেকেন্ড মােলার ২টা ৩টা 

1) Mesial (মিজিয়াল) ১) মিজিও বাক্কাল মিজিয়াল রুটে 

2) Distal (ডিসটাল) ২) মিজিও লিংগুয়াল।

৩) ডিসটাল- ডিসটাল রুটে। 

 

৮) থার্ড মােলার (আক্কেল দাঁত) ১-৩টা ১-৩/৪টা রুট অনুযায়ী। 

 

দাঁতের বিভিন্ন অংশঃ 

একটি দাঁতের ৩ টি অংশঃ

1) Crown (ক্রাউন) - গাম/ মাড়ার উপরের অংশ। যেটা চোখে দেখা যায় । 

2) Root (রুট) - মাড়ীর নীচের যেটা সকেটে থাকে । 

3) Neck (নেক) গলা- ক্রাউন ও রুট এর সংযােগস্থল ।


দাঁতের গঠন (Teeth Structure) (ইষ্ট্রাকচার)।

(1) Enamel (এনামেল)- ইহা শরীরের সবচেয়ে শক্ত পদার্থ । ইহা দাঁতের বাইরের আবরন যাহা। ডোম না কাহনাকে সেকে রাখে। দেখতে সাদা বা হলুদাভ।

2) Dentine (ডেনটিন)-এনামেলের নীচের আবরন যাহা পাল্পকে ঘিরে রাখে। ইহা ক্যালসিফাইড পদার্থ যাহাতে স্পাইরাল টিউবুল থাকে। এই টিউবুলকে ডেনটিনাল টিউবুল বলে যাহা পাল্প হতে রেডিয়েটিং হয়। প্রতিটি টিউবুল একটি অডোনটোব্লাষ্ট (Odontoblast) সেল হইতে বাহির হয়। অডোনটোব্লাষ্ট সেল দাঁত তৈরী করে। দাঁতে হাড়ের মত ক্যালসিয়াম ও অরগানিক মেটার থাকে। 

3) Pulp (পাল্প) ডেনটিনের নীচের অর্থাৎ দাঁতের মধ্যখানে পাল্প থাকে। ইহা ফাইব্রাস টিসু যাহা Vessel (ভেসেল)। Nerve (নার্ভ) ও Lymphatic (লিম্পফেটিক) দিয়ে তৈরী। ইহা এপিক্যাল। ফোরামেন দিয়ে পাল্প ক্যনালে প্রবেশ করে।

পাল্প এর ২টি ভাগ।

a) পাল্প চেম্বার- সেটা ক্রাউন অংশে থাকে। 

b) পাল্প ক্যানাল - সেটা রুটের মধ্য থাকে। 

4) Cementum (ছিমেন্টাম) - ইহা রুটের বাইরের আবরণ। ইহার গঠন হাড়ের মত । কিন্তু এতে কোন ব্লাড বা নার্ভ সাপ্লাই নাই। অনেক সময় ইহা নেকের কিছু অংশ কভার করে না সেটা মাড়ী দিয়ে ঢাকা থাকে। 

5) periodontal membrane (পেরিওডন্টাল মেমব্রেন) - ইহা আশের মত দাঁতের রুটকে সকেটের

সাথে আটকে রাখে। 

Tooth Morphology (টুথ মরফোলজী) ও দাঁতের বৈচিত্রতা।

1) Cusp (কাসপ)-দাঁতের ক্রাউনের ইরের যে এলিভেসন বা উচু অংশ থাকে তাকে কাসগ বলে । ইহা ক্যানাইন, প্রিমোলার ও মোলারের দাঁতে থাকে। 

2) Cingulun) (ছিন গুলাম) - ইনসিসর ও কানাইন দাঁতের ভিতরের দিকের উচু অংশকে ছিনগুলাম বলে। এটা মাড়ীর কাছাকাছি থাকে। এই খানে ছিদ্র করলে রুট ক্যানালের সময় ক্যনেল সহজে পাওয়া যায়। 

3) Pit (পিট)/ fissure (ফিসার) দাঁতের উপরের অংশে যে পিনের ফোটার মত ছোট গর্ত থাকে। তাকে পিট বলে। আর যে নীচু অংশ বা নালী দেখা যায় তাকে ফিসার বলে। ২ কাসপের মাঝে ফিসার থাকে। ফিসার গুলাে মিলিত হয় পিটস এ। এখানেই প্রথম ক্যারিজ শুরু হয়। 

Blood Supply of Teeth / দাতের রক্ত সরবরাহ :

1) Upper teeth (আপার টিথ) -উপরের দাঁতঃ

a) প্রিমোলার ও মোলার দাঁত কে সাপ্লাই দেয় পােষ্টেরিওর সুপিরিওর অ্যালভিওলার আরটারী যাহা। ম্যাকিলারী আরটারীর শাখা ।

 b) ইনসিসর ও ক্যানাইন দাঁতকে সাপ্লাই দেয় ইনফ্রা অরবিটাল আরটারী যাহা ম্যাক্তিলারী আরটারীর শাখা। ইহা ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে বাহির হয় । 

2) Lower Teeth (লয়ার টিথ) নীচের দাত :

নিচের সমস্ত দাঁতকে সাপ্লাই দেয়। ইনফেরিওর অ্যালভিওলার আরটারী শাখা। ইহা র‌্যামাসের মিডিয়াল সাইড দিয়ে ম্যানডিবুলার ফোরামেন হয়ে ম্যানডিবুলার ক্যানালে প্রবেশ করে। ইহা ক্যানালের মধ্য হইতে প্রত্যেকটি দাঁতের রুটকে রক্ত সরবরাহ করে। ইহা মেনটাল ফোরামেনের কাছে গিয়ে মেনটাল শাখা হয়। যাহা মেনটাল ফোরামেন হয়ে বাহির হয়ে চিন বা চিবুকে সাপ্লাই দেয়।

 

 

 

 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ