মেডিকেল ও ডেন্টাল প্রাকটিস।
ডেন্টাল ক্লিনিকের যন্ত্রপাতি
A. সবসময়।
Mirror ( মিরর ) দাঁত দেখার জন্য।
Probe ( প্রুব ) ছিদ্র দেখার জন্য, ময়লা সরানোর জন্য।
Twiser ( টুইজার ) তুলা ধরার জন্য।
B. Conservative (কনজারভেটিভ)
Cement lifter- ( সিমেন্ট লিফটার) - ফিলিং মেসানোর জন্য।
Plager- (প্লাগার) - স্থায়ি ফিলিং চাপ দেয়ার জন্য।
Barniser- (বার্নিসার) - ফিলিং কে সমান করার জন্য।
Scavator- (ইস্ক্যাভেটর) - ময়লা খুটিয়ে সরানোর জন্য।
Cement spatula- ( সিমেন্ট স্পেচুলা) - ফিলিং মেসানোর জন্য।
Amalgam gun- (এমালগাম গান) - এমালগাম ফিলিং ক্যাভিটিতে দেয়ার জন্য।
Motor pastel- (মটার প্যাসেল) - স্থায়ী ফিলিং মেশানোর জন্য।
Rimer, File, Brus- (রিমার, ফাইল, ব্রুজ) - রুট ক্যানেল করার জন্য দরকার হয়।
Glass slab- ( গ্লাস স্লাব) - যাহার উপরে ফিলিং রেখে মিশাতে হয়।
C. ওরাল সার্জারী (Oral Surgery):
1)
Shyrince (সিরিঞ্জ) ইনজেকসন দেয়ার জন্য।
2) Elevator (এলিভেটর) উপরের চোয়াল - সোজা মাথা। নীচের চোয়াল - বাকা মাথা।
3) Forcep (ফরছেপ)
ক) উপরের
a) Anterior forcep (এনটেরিওর ফরছেপ) : মাথা সোজা -1-3 নং দাত তোলার জন্য ।
b) Pre-molar forcep (প্রিমোলার ফরছেপ) - 435 নং দাঁত তোলর জন্য।
c) Molar forcep (মোলার ফরছেপ) : 6,7,8 নং দাঁত তোলার জন্য ডানে ও বামে আলাদ। বিক থাকে বাকা।
d) Root force; (রুট ফরছেপ) - উপরের যে কোন দাঁতের গোড়া উঠানোর জন্য।
খ) নীচের :
a) Anterior forcep (এনটেরিওর ফরছেপ) : 1-3 নং দাঁত তোলার জন্য।
b) Pre-molar forcep (প্রিমোলার ফরছেপ) - 4/5 নং দাঁত তোলার জন্য।
c) Molar forcep (মোলার ফরছেপ) 6,7,8 নং দাঁত তোলার জন্য।
d) Root foicep (রুট ফরছেপ) যে কোন দাঁতের গোড়া তোলার জন্য।
* বাচ্চাদের জন্য ছোট ছোট ফরছেপ পাওয়া যায় ।
4) Artery forcep (আরটারী ফরছেপ) বাকা, কেটে গেলে শিরা ধ্বার জন্য। সোজা - সেলাই করার সময় সুচ ধরার জন্য ।
5) Tissue force ( টিসু ফরসেপ) পিছনের দাঁতের গোড়ার মাংস ধরার জন্য।
6) B. P Blade ( বি, পি ব্লেড) - কাটার জন্য ব্লেট ও ব্লেট ডোকানোর হাতল।
7) Bone fal (বোন ফাইল) -দাঁত তোলার পর সরু হার ঘষে সমান করার জন্য।
8) Bone Ronjer (বোন রনজার) - দাঁত তোলার পর উঁচু হাড় কেটে ফেলার জন্য।
9) Nidle (নিডল )- সেলাই করার জন্য ব্যবহৃত হয় ।
10) Sciss (সিজার)- কাটার জন্য।
11) Gum refireeter (গাম রিফ্রেটর)- এপিসেকটমি করার সময় গাম সরানর জন্য ।
D. Orthodontic (অর্থোডন্টিক):
1) Adams (আ্যডামস্) তার বাকা করানোর জন্য।
2) Player (প্লেয়ার) তার গোল করার জন্য।
3) wire (ওয়ার) - তার।
4) Rubber bowl (রাবার বল) - মাপ নেয়ার জন্য ও মডেল তৈরীর দ্রব্য মেশানোর জন্য।
5) Spatula (স্পেচুলা ) মেশানোর জন্য ।
E. prosthetic (প্রোসথেটিক)।
1) Morter flux (মরটার ফ্লাক্স) - হিট কিয়োর করার সময় লাগে।
2) Carver (কারভার) মোম গলানোর সময় লাগে।
3) Spirit Lamp (স্প্রিট ল্যাম্প) - গরম করার জন্য।
4) Knif (নাইফ) কাটার জন্য।
5) Impression Tray (ইমপ্রেসন ট্রে) - মাফ নেয়ার জন্য।
F. Chair= ( চেয়ার) - রোগী বসানোর জন্য।
G. Succur (সাকার) - থু থু টানার জন্য।
H. Scaler (স্কেলার) - হ্যান্ড স্কেলার সাইড স্কেলার ইন্টাডেন্টাল স্কেলার।
Ultrasonic Scaler ( আলট্রাসনিক স্কেলার) - ওয়াশ / স্কেলিং করার জন্য।
I. Light cure Machin (লাইট কিওর মেশিন) - লাইট কিওর ফিলিং করার জন্য।
J. Compressor ( কমপ্রেসর) - হাওয়া তৈরীর জন্য।
K. Micro-Motor-Turbiii (মাইক্রোমটর-টারবাইন) - চেয়ারের সাথে না থাকলে।
L) Bar (বার) - Round (রাউন্ড) - গর্ত করার জন্য। Inverted cone (ইনভার টেড কোন) গর্তের আকার ঠিকমত করার জন্য।
Fissure (ফিসার) - সমান করা, জন্য)।
1) Polishing bar- (পলিসিং বার) - উচু নীচু অংশ সমান করার জন্য।
2) Polishig Kit (পলিসিংকিট ) - ওয়াশ করার পর দাগ ওঠানোর জন্য।
M. Dental X-Ray ( ডেন্টাল এক্স-রে) – এক্স-রে করার জন্য।
0 মন্তব্যসমূহ