Orthodontic (অর্থোডন্টিকস)
সংজ্ঞাঃ
উচু নীচু, ফাকা, আঁকা বাঁকা দাঁত ঠিক করাকে অর্থোডন্টিক চিকিৎসা বলে।
কোথায় কোথায় করতে হয়ঃ
১) উচু নীচু দাঁত ঠিককরা।
২) ফাকা দাঁত বন্ধ করা।
৩) আঁকা বাঁকা দাঁত সােজা করা।
প্রকার ভেদঃ
১) রিমুভাল অ্যাপলায়েন্স-যেটা খােলা যায়।
২) ফিকসড অ্যাপলায়েন্স- মুখে লাগানাে থাকে।
* বয়স বেশী না হলে (১৮ বৎসরের নীচের) হলে রিমুভাল অ্যাপলায়েন্স দিয়ে কাজ হয়। এতে খরচও কম, কিন্তু বয়স বেশী হলে ফিকসড অ্যাপলায়েন্স করতে হয়। খরচও বেশ।
* মুলত ১২-২০ বৎসরের মধ্যে এই চিকিৎসার উপযুক্ত সময়।
রিমুভাল অ্যাপলায়েন্স
অংশঃ
১) অ্যাডামসঃ প্লেটটাকে দাঁতের সাথে আটকে রাখে। এটা দুইদিকের ৬ নং দাঁতে দিতে হয়। সাধারণত ৭/৮ নং তার দিয়ে বানাতে হয়।
২) ল্যাবিয়াল বোঁঃ এটা উচু দাঁত নিচু করে । ৪ ও ৫ নং দাঁতের মাঝে দুই দিকে থাকে। ৭ নং তার দিয়ে বানাতে হয়।
৩) প্লাটাল ফিংগার স্প্রিংঃ এর সাহায্যে ফাঁকা দাঁত পাশের দিকে সরানাে হয়। ৬ নং তার দিয়ে বানাতে হয়। ৪) জেড স্প্রিংঃ নীচু দাঁত উচু করা হয় । ৬ নং তার দিয়ে বানানাে হয়।
৫) প্লেটঃ সেলফ কিউর দিয়ে বানানো হয়। এর মধ্যে মূলত তার গুলাে আটকানো থাকে।
* এই চিকিৎসা করতে ৯-১২ মাস সময় লাগে । মাঝে মাঝে তার টাইট দিতে হয় ।
* সবসময় মুখে পড়তে হয়।
* পরিস্কার করতে হয় ।
0 মন্তব্যসমূহ