Deba dental

প্রিসক্রিপসন

 

প্রিসক্রিপসন (Prescription) 


ক্লিনিকের নাম লিখুন

বাংলায়ঃ ডাঃনাম। ইংরেজীতেঃ ডাঃ নাম। 

সময়ঃ তারিখঃ

নামঃ বয়সঃ

C/Cঃ Chief complain  Rx,

(মুল সমস্যা) রােগীবলবে ।  Cap. Amoxycilline (250 mg)

Gumbleeding, pain <6  1+1+1- ভরা পেটে ৫ দিন।

Tab. Metronidazole (200mg)

O/E: On Examination  1+1+1 - ভরা পেটে ৩ দিন।

ডাঃপরীক্ষা করে যা পেল।  Tab. Diclofenac-SR

Calculus (+1+) 1+0+1-ব্যাথা হলে ভরা পেটে।

Caries <6  Tab. Ranitidine (150mg)

1+0+1 খালি পেটে ৫ দিন।

  Tab. Vit-C

Inv: Investigation 1+0+0- চুষে - ১০দিন।

(পরীক্ষা) mouth wash দিয়ে দিনে ৩/৪ বার কুলি করবেন।

X-Ray 1.0. View <6

 Or. OPG

 

Diagnosis

(রােগ নির্ণয়)

Gingivitis, Pulpitis <6

 

Adv: Advice

(যা যা করনীয়) 

Scaling RCT+ Cap <6

Signature

 

 বিঃদ্রঃ লাল কালারের লেখাটা শুধু বোঝানর জন্য। এই লেখা প্রিসক্রিপসনে লেকার দরকার নেই।

 

 

 

উপদেশঃ

সাধারন উপদেশঃ

 ১) প্রতিদিন রাতে ঘুমানাের পূর্বে এবং সকালে নাস্তার পর টুথপেষ্ট ও ব্রাশ দিয়ে উপরের দাঁত উপরের থেকে নিচের দিকে ও নিচের দাঁত নিচের থেকে উপরের দিকে এবং দাঁতের ভিতরের দিকে ও মাঝবেন। 

২) দাঁতের মধ্যে পরিস্কার করার জন্য ডেন্টাল ফ্লস (Floss) ব্যবহার করবেন । 

৩) সঁতের মাজন হিসাবে টুথ পাউডার, কয়লা, গুল, ছাই, মাটি, লবন ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ।

ফ্লোরাইড যুক্ত টুথপেষ্ট ভাল। ২-৩ মাস পর পর পেষ্টের ব্রান্ড বদলান উচিৎ।

 ৪) অত্যাধিক পান সুপারী খেলে দাঁত ক্ষয় হয়ে যায়। 

৫) সেভলন/ ডেটল দিয়ে মাউথ ওয়াশ করবেন না।

৬) প্রতি ছয় মাম অন্তর ডেন্টাল সার্জনের পরামর্শ নিবেন এবং প্রতি একবৎসর অন্তর স্কেলিং করাবেন। 

৭) দাঁতের ক্ষয় রােগের একমাত্র চিকিৎসা ক্ষয়/গর্ত বন্ধ অর্থাৎ ফিলিং করা। ব্যাথা হওয়ার আগেই ফিলিং করতে হয়, ব্যাথা হয়ে গেলে রুট ক্যানেল করতে হয়। যা সময় ও ব্যয় সাপেক্ষ। 

৮) দাঁত অল্প নড়ে গেলেই ডেন্টাল সার্জনের পরামর্শ নিন না হয়, বেশী নড়ে গেলে অনেক সময় দাঁত ফেলে দেয়া লাগে। 

৯) দাঁতের রুট ক্যানেল করার পর সম্ভব হলে ক্যাপ করিয়ে নেয়া ভাল। তাতে দাঁত ভাঙ্গার সুযোগ থাকবে না। অবশ্যই পােরসেলিন/ মেটালিক ক্যাপ করাতে হবে। সেলফ কিওর বা একরাইলিক ক্যাপে খরচ কম হলে সেটা না করা ভাল কারণ এটা ভবিষ্যৎ এ বেশী দিন মুখে থাকলে অসুবিধা হয়। এমন কি ক্যান্সার পর্যন্ত হতে পারে। 

১০) বিশেষ বিশেষ খাদ্য যেমন পাউরুটি, কেক, বিস্কুট, টফি, লজেন্স, আইসক্রিম, চুইংগাম ইত্যাদি খাবার পর পরই দাঁত উত্তম রূপে পরিস্কার করবেন । 

১১) দাঁতের পােকা বলে কিছু নাই । দাঁতে গর্ত হলে ফেলে না দিয়ে উপযুক্ত ডেন্টাল সার্জনের দ্বারা ব্যবস্থা নিবেন। 

১২) অল্প খরচে নড়া দাঁত রাখার জন্য পাশের দাতের সাথে সােলডারিং করে না নেয়া ভাল। এতে পাশের দাঁত নড়ে যায় । 

১৩) সেল কি ওর দিয়ে ফিলিং করা যাবে না । 

১৪) অপারেশন করার পূর্বে যুব পরিস্কার থাকতে হবে। Sterile/Disposable যন্ত্রপাতি ও গ্লাস ব্যবহার করতে হবে । 

১৫) আঁকা বাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে হয়। ১২-২০ বৎসর এর উপযুক্ত সময় । 

১৬) ওয়াশ করালে দাঁত নড়ে যায় এই ধারনা সম্পূর্ণ ভুল।

১৭) সঠিক ব্রাশ করে উত্তম রূপে কুলি (খাবার পর) আপনার দাঁতাকে রাখবে সুস্থ।

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ